আন্তর্জাতিক ডেস্ক : একজন তরুণীর দেহ তল্লাশির সময় ঋতুস্রাবের প্যাড খুলে রাখার ঘটনায় সিডনি পুলিশ নির্দেশ দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এ ঘটনার সত্যতা আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে করে নিশ্চিত হয়েছে।
গত বছর অন্তত পাঁচ জায়গায় তল্লাশি চালায় সিডনি পুলিশ। তার বেশিরভাগই ‘মিউজিক ফেস্টিভ্যাল’; সেসব জায়গায় নারীদের দেহ তল্লাশির সময় পুলিশ কিছু আপত্তিকর নির্দেশনা দেওয়ার অভিযোগে তদন্ত শুরু হয়েছিল। তদন্তে এসব তথ্যের সত্যতা পাওয়া গেছে। তদন্ত করেছে নিউ সাউথ ওয়ালেস পুলিশ।
ল এনফোর্সমেন্ট কনডাক্ট কমিশন বলেছে, যাক প্যাড খুলে ফেলতে বলা হয়েছিল সেই ভুক্তভোগী নারীর কাছে পুলিশের ক্ষমা চাওয়া উচিত। অন্য আরেক নারীকে হেনস্থার জন্য পুলিশের একজন সদস্যকে বরখাস্তেরও নির্দেশনা দিয়েছে তদন্তকারীরা।
গত বছর এভাবে নারীদের দেহ তল্লাশির ব্যাপারে স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ হয়েছিল। ওই সময় এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়। মাদক উদ্ধারের নামে এভাবে কাউকে তল্লাশি করে দেখা যায় কিনা, সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল।
সূত্র : বিবিসি