আন্তর্জাতিক ডেস্ক : কেলি টার্লটনের বিখ্যাত শার্ক বাসটি বিক্রি করা হবে। ট্রেড মিতে থেকেই কেনা যাবে বিখ্যাত এই বাসটি। দীর্ঘ ১১ বছর পরে, অ্যাকোরিয়ামে যাত্রীদের বহন করার বিষয়টি ইতি টানতে যাচ্ছে বিখ্যাত এই শার্ক বাস। নিউজিল্যান্ডের অকল্যান্ডে দর্শনার্থীদের অ্যাকুরিয়াম পরিদর্শনে ব্যবহৃত হত বাসটি।
হাঙ্গরের দাঁত সম্বলিত বাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ইউএস ডলার। নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে দেখার অন্যতম সুযোগ এখন এই শার্ক বাসেই রয়েছে। টার্নারস অকল্যান্ডের লুক ফেয়ারলেস বলছে, তারা বাসটি ১৪ হাজার থেকে ১৫ হাজার ডলারে বিক্রি হবেন বলে আশা করেন। সেই সাথে নতুন মালিককে বাসটি মেরামতের জন্য নয় হাজার ডলার গুনতে হবে এবং এটিকে সমুদ্র-উপযোগী করার জন্য মেরামত করার দরকার আছে।
কেলি টার্লটনের জেনারেল ম্যানেজার ড্যানিয়েল হেন্ডারসন বলেছিলেন যে, শার্ক বাসটি কিছুটা পুরাতন হয়ে গেছে -যাত্রী বহন করার চেয়ে ট্রাকের পিছনে থাকার জন্য বেশি পরিচিতি পেতে শুরু করেছিল বাসটি। বাসটির সময় শেষ হয়ে গেছে।
তামাকী ড্রাইভ রুট থেকে অবসর নেওয়ার সময় এসেছে বাসটি, এটি শীঘ্রই আপনার কাছাকাছি একটি সৈকতেও ভিড়তে পারে।