সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে জিয়াউদ্দিন বাবলুকে অব্যাহতি দিয়ে মসিউর রহমান রাঙ্গাকে পূর্ণবহালের দাবিতে গঙ্গাচড়ায় জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আজ সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও পথ সভা
করেছে। এ সময় জিয়াউদ্দিন বাবলুর কুশপুত্তলিকা পোড়ানো হয়। গঙ্গাচড়া বাজার
মিলন সিনেমা হলের সামন থেকে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল বের হয়ে
বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে পথ সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নুর আমিন,
যুগ্নআহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য মাহফুজার রহমান দুলু, জাতীয়
পার্টি লক্ষীটারী ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী,
গজঘন্টার সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, বেতগাড়ীর সভাপতি
চান সরকার, বড়বিল ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আওরঙ্গজেব বাদশা, গজঘন্টা
ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস কবির, উপজেলা ছাত্র সমাজের সভাপতি নুরল
হুদা নাহিদ প্রমুখ। বক্তারা বাবলুকে অবাঞ্চিত ঘোষনা করে রাঙ্গা পূর্ণবহালের দাবি
জানায়। অবিলম্বে দাবি মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষনা
দেওয়া হয় পথ সভায়।

এই বিভাগের আরো খবর