মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোহেল রানা,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।  এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কোরআন খতম ও দোয়া খায়েরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ,হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম,পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার,পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে বাংলাহিলি বাজারে এমপি শিবলী সাদিক সহ স্থানীয় নেতারা নিজ হাতে মাস্ক বিতারণ করা হয় ।

এই বিভাগের আরো খবর