রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, মালিক গ্রেফতার

রায়হান ইসলাম, রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় পুষ্প ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বানেশ্বর বাজারে অভিযান চালায় রাজশাহী সিভিল সার্জন অফিস। এসময় ডায়াগনস্টিক সেন্টারের কোন কাগজ পত্র দেখাতে পারেনি কতৃপক্ষ। পরে ডায়াগনস্টিক সেন্টারের মালিক রবিউল ইসলাম কে আটক করে এক মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওলিউজ্জামান । বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান জানান, ডায়াগনস্টিক সেন্টারটি কোন ধরনের লাইসেন্স ও চিকিসক ছাড়াই তিন বছর ধরে অবৈধভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এ অপরাধে ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১ মাসের কারাদণ্ড প্রদান ও ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়ছে। ।

এই বিভাগের আরো খবর