সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চীনের সঙ্গে উত্তেজনা বাড়ছে, যুদ্ধজাহাজ সাজিয়ে ফেলল ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। তারই জের ধরে এবার চীনকে কড়া বার্তা দিতে সমুদ্রে রণসজ্জা তৈরি করল ভারত। ভারত মহাসাগরে সাজানো হল নৌবাহিনীর একগুচ্ছ যুদ্ধজাহাজ।

দেশটির নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নৌসেনা প্রথম সারির সব যুদ্ধ জাহাজ ও সাবমেরিন সাজিয়ে রেখেছে ভারত মহাসাগরে। গালওয়ান ভ্যালি থেকে শুরু হওয়া সংঘাতের পর চীনকে যোগ্য জবাব ও বার্তা দিতেই এভাবে নৌসেনা জাহাজ সাজিয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর