রায়হান ইসলাম, রাজশাহী: রাজশাহীতে নতুন করে আরো ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে পরীক্ষার পর নতুন করে ৪ জনের শরীরে পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে রাজশাহীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৩ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকায় শনাক্ত হওয়া করোনা পজিটিভ রোগীর মধ্যে মোহনপুরে ২ জন, তানোরে একজন ও পবায় এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এর আগে রাজশাহীতে মোট ৯ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় এর মধ্যে বাঘা উপজেলার এক বৃদ্ধার মৃত্যু হয়।