বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ ও বন্যার কারণে সংক্রমণ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ :  দেশে করোনার হার কমেছে। তবে, আসন্ন ঈদে ও বন্যার কারণে সংক্রমণ আবারও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সরকার টেস্ট কমাচ্ছে না, বরং বন্যার কারণে মানুষ টেস্ট করাতে কম আসছে।’

দশ হাজার নার্স নিয়োগ দেয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যখাতে বেশ কিছু অর্জন হয়েছে। এখনও অনেক কিছু করা হয়নি। তবে, পর্যাক্রমে সব কাজ শেষ করা হবে। সারা দেশে আরও চিকিৎসকসহ নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ৩০ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে।’

এই বিভাগের আরো খবর