শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চারঘাটে অজ্ঞানপার্টির এক সদস্য গ্রেফতার,৫০ হাজার টাকা উদ্ধার

রায়হান ইসলাম, রাজশাহী : রাজশাহীর চারঘাটে অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেফতার করেছে চারঘাট থানা পুলিশ । এসময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয় । বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সাদিপুর পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি আব্দুর রাজ্জাকের ছেলে হাসান মাহামুদ(২৮)।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, গত শনিবার দুপুর ২টার দিকে উপজেলার গেট সংলগ্ন মেসার্স মাহী ট্রেডার্স নামে রড-সিমেন্টের দোকানের ম্যানেজার মোঃ গোলাম মোস্তফাকে (৫৪) অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি কৌশলে চায়ের সাথে চেতনানাশক দ্রব্যাদি মিশিয়ে চা পান করায়। চা পান করার পর গোলাম মোস্তফা অজ্ঞান হয়ে পড়লে দোকানের ক্যাশবাক্সে থাকা আশি হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে দোকানের মালিক মোসাঃ ফরিদা চারঘাট থানায় মামলা দায়ের করেন। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে
তদন্তকালে গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত হাসান মাহামুদকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে এবং তার কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর