রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাড়িটি নিজের বলে দাবী করলেন সালমান শাহের স্ত্রী সামিরা

ডেস্ক নিউজঃ প্রয়াত তারকা সালমান শাহের প্রিয় একটি গাড়ি সম্প্রতি কিনেছেন ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়ক সাইমন সাদিক। এরপরে তিনি ফেসবুকে একটি পোস্ট দিলে মূহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। তবে সেই গাড়িটি ছিল সালমান শাহের তৎকালীন স্ত্রী সামিরা হকের। আর এমন দাবি করেছেন সামিরা নিজেই।

সালমান শাহের এই গাড়িটি বিক্রির জন্য দুষছেন প্রয়াত এই চিত্রতারকার মা নীলা চৌধুরীকে। সামিরা বলেন, ইমনের (সালমান শাহ) প্রিয় গাড়িটি নিয়ে আমাদের এই সময়কার জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ফেসবুকে পোস্ট করেছেন। ওই গাড়িটি সালমানের পরিবারের কাছেও নেই, কিংবা আমার কাছে নেই। গাড়িটি আমার হওয়া সত্বেও সেটি তিনি বিক্রি করেছেন। সালমান শাহের মা হিসেবে আমি কিছু বলিনি।

আপনার গাড়ি হলে তিনি কীভাবে বিক্রি করলেন? এমন প্রশ্নে সামিরা বলেন, গাড়িটি আমার নামে রেজিস্ট্রেশন করা। এখনো কাগজ আছে আমার কাছে। ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর আমাদের শেষ বিবাহবার্ষিকীতে সালমান আমাকে এটি উপহার হিসাবে দিয়েছিল। গাড়ির সঙ্গে একটি চিঠিও লিখে দিয়েছিল। যেখানে লেখা ছিল গাড়িটি তোমাকে উপহার দিলাম।

সামিরা আরো বলেন, গাড়ির রেজিস্ট্রেশন তো আমার নামে, সেটি কার সই দিয়ে বিক্রি হলো। বিষয়গুলো আমার জানা দরকার। তবে এতদিন কিছু বলিনি, এখন বলব। কারণ, সালমানকে ভালোবেসে তার ভক্তরা যে উদ্যোগ নিচ্ছেন তাতেই তিনি কিছু না কিছু করেই চলছেন। তাই এখন সময় হয়েছে গাড়ির কাগজপত্র জায়গা মতো হাজির করব।

সূত্র- ডেইলি বাংলাদেশ

এই বিভাগের আরো খবর