আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র আগ্রাসন মোকাবেলা করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সোমবার মধ্যরাতে ইসরায়েল সিরিয়ার ওপর এই আগ্রাসন চালায়।
সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে সিরিয়ার কুনেইত্রা প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালায়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হেলিকপ্টার থেকে কুনেইত্রা প্রদেশের আল-কাহতানিয়া এলাকায় হামলা চালায় এবং কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি বাহিনীও এই আগ্রাসনের কথা স্বীকার করেছে।
ইসরায়েলি বাহিনী বলেছে, তাদের জঙ্গিবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং অন্যান্য বিমান সোমবার রাতের আগ্রাসনে যুক্ত ছিল। ইসরায়েল দাবি করেছে, রবিবার সিরিয়া সীমান্তের কাছে যে ঘটনা ঘটেছে তার জবাবে এ আগ্রাসন চালানো হয়। তেল আবিব বলছে, ফিলিস্তিন ও সিরিয়া সীমান্তের কাছে চার ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তারা সীমান্তে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল।