বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলিম এইড এর উদ্যোগে দুঃস্থদের মাঝে কুরবানীর মাংস বিতরণ

নাজনীন সুলতানা বন্নি, (গংগাচড়া) রংপুর প্রতিনিধিঃ গত ০২ ও ০৩ আগষ্ট পবিত্র ঈদ- উল-আযহার দিনে এবং তার পরের দিনে স্বেচ্ছাসেবী সংস্থা মুসলিম এইড এর উদ্যোগে রংপুরের ৩২ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন এলাকা , মিঠাপুকুর , গঙ্গাচড়া ও পাঁচবিবি জয়পুরহাটে দুঃস্থ বিধবা, বয়স্ক, এতিম, প্রতিবন্ধী, অসহায়, হত দরিদ্র ও গরীবদের মাঝে প্রায় ৫৯০ জনকে কুরবানীর গোস্ত বিতরণ করা হয় । বিতরণ কালে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহাবুব মোর্শেদ (শামীম), কাউন্সিলর ৩২ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন রংপুুর। এছাড়া অন্যান্য স্থানে স্থানীয় সরকার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
মুসলিম এইড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেইট রংপুর এর প্রিন্সিপাল জনাব মোঃ শরিফুল ইসলাম, ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর জনাব মোঃ ফাওজুল আজীম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে মেহমানরা মুসলিম এইড এর এ ধরনের সেবামূলক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং বলেন এই করোনায় দুস্থ, বিধবা, বয়স্ক, এতিম, প্রতিবন্ধী, অসহায়, হত দরিদ্র মানুষের কুরবানীয় গোস্ত বড়ই উপকারে আসবে। রংপুরের ০২টি উপজেলায়, সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড ও পাঁচবিবি জয়পুরহাট এ মোট ০৬টি গরুর প্রায় ৫৯০ কেজি গোস্ত প্রতিজন ব্যক্তির মাঝে ১ কেজি করে বিতরণ করায় কাউন্সিলর মোঃ মাহাবুব মোর্শেদ (শামীম), মুসলিম এইড কে ধন্যবাদ জানান এবং মুসলিম এইডকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। রংপুর অঞ্চলে মুসলিম এইড এর এ ধরনের সেবামূলক কাজ আরো বৃদ্ধির সুপারিশ করেন।

এই বিভাগের আরো খবর