শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে মৃত্যু ৩৯ জনের, শনাক্ত ২ হাজার ৯৭৭ জন

ডেস্ক নিউজঃ গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৩০৬ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৭৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৩টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ২৫ হাজার ১২৪টি।

ব্রিফিংয়ে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৪ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৪৩ হাজার ৮২৪ জন।

এই বিভাগের আরো খবর