 
 
            
                            
                       আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের মূল কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশিকায় স্বাক্ষর করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এরপর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে টিকটক। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে টিকটকের তিক্ততা চরমে উঠেছে।
এ বিষয়ে টিকটক ৭ আগস্ট একটি বিবৃতিও প্রকাশ করেছে। তারা ট্রাম্প সরকারের বিরুদ্ধে আইনি যুদ্ধে হাঁটবে বলে জানিয়েছে।
ট্রাম্প যে নির্দেশিকায় সই করেছেন, সেখানে বলা হয়েছে জাতীয় সুরক্ষা রক্ষার জন্য টিকটকের মালিকানা সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া উচিৎ। সেখানে বলা হয়েছে, ওই আদেশ জারির ৪৫ দিন পর থেকে আর লেনদেন করা চলচবে না টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স লিমিটেডের সঙ্গে।
জানা যাচ্ছে, আমেরিকায় প্রায় ১৭৫ মিলিয়ন বার এই টিকটক অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হয়েছে। সারা বিশ্বজুড়ে এই সোশ্যাল মিডিয়া অ্যাপটিকে মোট এক বিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে বলে জানাচ্ছে রিপোর্ট।
ট্রাম্প প্রশাসনের বক্তব্য, টিকটক স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য যেমন ডেটা এবং ব্রাউজিং হিস্টোরি ও নানান তথ্য ব্যবহারকারীদের কাছ থেকে নেয়।
যুক্তরাষ্ট্র মনে করছে, এই তথ্য সংগ্রহের ফলে চীনা কমিউনিস্ট দল আমেরিকানদের ব্যক্তিগত এবং মালিকানা সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে একটি হুমকি স্বরূপ দেখা যেতে পারে। আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছে, এই সকল তথ্য ফেডারেল কর্মচারী এবং ঠিকাদারদের অবস্থান জানতে, ব্যবহারকারীদের ওপর গুপ্তচরবৃত্তি ও ব্ল্যাকমেল করার জন্য ব্যবহার করা হতে পারে।
উল্লেখ্য, টিকটকের মালিক চীন ভিত্তিক সংস্থা বাইটড্যান্সের মার্কিন হেডকোয়ার্টার রয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়।