বিনোদন ডেস্ক : হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। শনিবার সন্ধ্যায় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, হঠাৎ করেই শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন সঞ্জয় দত্ত। দ্রুত অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
চিকিৎসকদের একটি দল তার স্বাস্থ্যপরিস্থিতি খতিয়ে দেখছেন। এরই মধ্যে সঞ্জয় দত্তের করোনা পরীক্ষা করা হয়েছে, যেখানে ফলাফল নেগেটিভ এসেছে।