স্বাস্থ্য ডেস্ক : আইনের প্রতি আনুগত্য প্রকাশ করে নির্ধারিত ২৩ আগস্টের মধ্য লাইসেন্স নবায়নের আবেদন না করলে, এসব হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
সচিবালয়ে হাসপাতালের মালিক সংগঠন ও চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি।
রাজধানীসহ সারাদেশের হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান এক মিনিটের জন্যও বন্ধ হবে না বলেও জানান তিনি।
সচিব বলেন, ‘যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়ামাত্র টাস্কফোর্স সদস্যরা অভিযান পরিচালনা করবেন। এক্ষেত্রে জনগণের জন্য একটি টেলিফোন নাম্বার দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সেই টেলিফোনের মাধ্যমে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানালে অনতিবিলম্বে রেসপন্স করা হবে।’