শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদী জেলা প্রশাসনের সমন্বিত ত্রাণ বিতরণ কার্যক্রম

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীতে  করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমন্বিত ত্রাণ কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে নরসিংদী জেলার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, অসচ্ছল শিল্পী ও সাংস্কৃতিক কর্মী, বাঁধনহারা থিয়েটার স্কুলের কর্মী এবং বর্তমান পরিস্থিতিতে কর্মহীন হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন নরসিংদী  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদী এর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন। উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে গৃহীত ত্রাণ কার্যক্রমকে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা উল্লেখ করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  সকলকে সরকারের নির্দেশনা অনুযায়ী গৃহে অবস্থান, সামাজিক দুরত্ব বজায় রাখা এবং  আহবান জানান।

এই বিভাগের আরো খবর