শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য শিগগির ভারতের ভিসা চালু- আশা রিভা গাঙ্গুলির

ডেস্ক নিউজ : শিগগির বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালু হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন রিভা গাঙ্গুলি। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালু প্রসঙ্গে রিভা গাঙ্গুলি বলেন, ‘খুব ইর্মাজেন্সি মেডিক্যাল ভিসা, বিজনেস ভিসা আমরা দিচ্ছি বাই এয়ার। চেষ্টা করছি এটি যত তাড়াতাড়ি নরমাল হয়। এখনও যারা খুব ইর্মাজেন্সি রোগী তাদের ভিসা দেওয়া হয়।’ তিনি বলেন, এখনো করোনা সংক্রমণের সংখ্যা ওঠানামা করছে। তাছাড়া ফাইট স্বাভাবিক না হলে সম্ভব হচ্ছে না। আমরা এটি নিয়ে কাজ করছি। আশা করছি শিগগির চালু করা যাবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিষয়ে বলেন, ‘শিপিং মিনিস্ট্রির সঙ্গে আমরা খুব ক্লোজলি কাজ করি। করোনাকালে আমরা শিপিং মিনিস্ট্রির সঙ্গে একটা সেকেন্ড অ্যাডেনডাম পিআইডাব্লিউটিটি (প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড) স্বাক্ষর করেছি। ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা এগ্রিমেন্ট। এজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছিলাম।’

এই বিভাগের আরো খবর