ডেস্ক নিউজ : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে আমাদের যে সংস্কৃতির বন্ধন, এটা পৃথিবীর অন্যকোনো দেশের সঙ্গে নেই। কাজেই এই সম্পর্ক কখনো দুর্বল হওয়ার নয়। এ নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। খালিদ মাহমুদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সুস্থ ও সবল আছে। কারণ আমরা সবসময় যেটা বলি-আমাদের মুক্তিযুদ্ধে যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা রক্তের সম্পর্ক। ভারতীয়রা আমাদের মুক্তিযুদ্ধে জয়লাভের জন্য রক্ত ও অস্ত্র দিয়েছে। তাদের সঙ্গে আমাদের যে সংস্কৃতির বন্ধন, এটা পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে নেই। কাজেই এই সম্পর্ক কখনো দুর্বল হওয়ার নয়।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের নৌ মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের কিছু এনগেইজমেন্ট আছে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এর অনেকগুলো চূড়ান্ত পর্যায়ে, সমাপ্ত পর্যায়ে আছে। আমরা চাই, আমাদের যে কানেকটিভিটি সেটা বাড়াতে। নৌপথ এর অন্যতম মাধ্যম হতে পারে। সে ব্যাপারে আমরা কথা বলেছি বলে জানান তিনি।