শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় স্বাধীণতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস/২০ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, দোয়া ও তাবারুক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে (১৫ আগস্ট) বানেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, দোয়া ও তাবারুক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মাজহারুল আনোয়ার মহব্বত, ইউপি আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্ধ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।