শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর পুঠিয়ায় সপরিবারে করোনায় আক্রান্ত উপজেলা চেয়ারম্যান

রায়হান ইসলাম : রাজশাহীর পুঠিয়ায় সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। তার সাথে আক্রান্ত হয়েছে স্ত্রী ও শিশু সন্তান। ।

আজ রোববার (১৬ আগষ্ট) সন্ধায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাতে পুঠিয়ার চার জনের নমুনায় তিন জনের করোনা পজেটিভ এসেছে। সেই চারজনের নমুনাই উপজেলা চেয়ারম্যানের পরিবার থেকে সংগ্রহ করা হয়েছে।

চেয়ারম্যানের ঘনিষ্টজনরা বিষয়টি নিশ্চিত করে জানান, সামান্য জ্বর নিয়ে গত কিছুদিন আগে উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু ও তার পরিবারের সকলের নমুনা পরিক্ষা করানো হয় কিন্তু সেবার প্রতিবেদনে সকলের ফলাফল নেগেটিভ আসে। এরপর ফের জ্বর আসায় গত শনিবার (১৫ আগষ্ট) স্ত্রী শিশু সন্তান ও তার সালিকাসহ মোট ৪ জনের নমুনা দেয়া হয়েছে। এতে তার সালিকাবাদে বাকী তিন জনের শরীরে করোন ভাইরাসের ফলাফল পজেটিভ এসেছে।

এই বিভাগের আরো খবর