রবিবার, ২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পৃথিবী পর্যবেক্ষণে অত্যাধুনিক স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবী পর্যবেক্ষণ করতে সক্ষম অত্যাধুনিক স্যাটেলাইট ইওএস-০১ (EOS-01) মহাকাশে পাঠিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই অত্যাধুনিক স্যাটেলাইটটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি সি-৪৯ নামের একটি রকেটের মাধ্যমে পৃথিবীর কক্ষে পাঠানো হয়। দেশটির অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে স্থানীয় সময় বিকেল ৩.১২ মিনিটে এটি উৎক্ষেপণ করা হয়। এর সাথে আর ৯টি দেশের স্যাটেলাইট পাঠানো হয়েছে।

ইসরো জানিয়েছে, রিস্যাট সিরিজের অত্যাধুনিক এই স্যাটেলাইটের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের আভাস ও আবহাওয়া বদলের তথ্য পাওয়া যাবে। পাশাপাশি স্যাটেলাইটটি আকাশের স্বচ্ছ ছবি দেওয়ার মাধ্যমে কৃষি, বনজ ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়তা করবে। দিনে ও রাতে ছবি তুলতে সক্ষম এই স্যাটেলাইটটির মাধ্যমেও পৃথিবীতে আরও জোরালোভাবে নজরদারি চালানো যাবে। তবে ইসরো এই বিষয়টি নিয়ে কোনো কথা বলেনি।

এই বিভাগের আরো খবর