বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানের বড় ছেলে এম ডি সিফাত জসীমের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান ও বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ জাপান শাখার যুগ্ন আহবায়ক রোজিনা জসীম এর বড় সন্তান এম ডি সিফাত জসীম এর ১৮ তম জন্মদিন পালিত। জাপান টোকিও স্হানীয় Saizeriya Family Resturant এ কেক কেটে জন্মদিন পালন ও নৈশ ভোজ করা হয়।

 

এম ডি সিফাত জসীম ২০০৩ সালের ২৯ মে বাংলাদেশ ঢাকা ধানমন্ডি অবস্হিত সেন্ট্রাল হাসপাতালে জন্ম গ্রহন করেন। তাহার বাবা ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান জাপান টোকিও বসবাসের কারনে তাহার ০৮ (আট মাস) বয়সের সময় মা রোজিনা জসীমের সংগে জাপান টোকিও পাড়ি জমান। সেই থেকে তিনি জাপানের আলো বাতাস জাপানি কালচার শিক্ষা দীক্ষায় বড় হতে থাকেন। মাঝে মাঝে ফ্যামিলির সংগে বাংলাদেশে সল্প সময়ের জন্য বেড়াতে আসেন এবং ঢাকা বাবার বাসভবন দক্ষিন বনশ্রী জসীম ভবন (শাপলা বিল্ডিং) ও বাবার জন্মভূমি চাঁদপুর কচুয়া যান। সে একজন আই টি ইঞ্জিনিয়ার হয়ে দেশ এবং জাতির সেবায় নিজকে নিয়োজিত করতে চান। ইউনিভার্সিটি তে ভর্তি প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য প্রতি নিয়ত আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই বিভাগের আরো খবর