শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের পক্ষে ট্রাম্প শিবির

আন্তর্জাতিক ডেস্ক : করোনার তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা।

হোয়াইট হাউজ ও ট্রাম্পের প্রচারণা শিবিরের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩রা নভেম্বরেই অনুষ্ঠিত হবে নির্বাচন।

প্রসঙ্গত, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হলে জনসাধারণ বুথে গিয়ে কীভাবে ভোট দেবে তা নিয়েই প্রশ্ন তুলেছিল বিরোধী ডেমোক্র্যাট শিবির।জনস্বাস্থ্য বিধি মেনে তাই ‘মেইল-ইন ভোটিং’কেই প্রাধান্য দেওয়া হয়েছিল।

স্থানীয় সময় রবিবার হোয়াইট হাউজ চিফ অব স্টাফ মার্ক মিডোস নির্বাচন পেছানোর সম্ভাবনা উড়িয়ে দেন। সিবিএস চ্যানেলের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা ৩ নভেম্বর নির্বাচনের আয়োজন করবো। প্রেসিডেন্ট এ নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন।’

ট্রাম্পের প্রচারণা শিবিরের উপদেষ্টা জ্যাসন মিলারের কণ্ঠেও একই কথা প্রতিধ্বনিত হয়েছে। ফক্স নিউজ সানডে-অনুষ্ঠানে তিনি বলেন, ‘৩ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

এই বিভাগের আরো খবর