রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আমার প্রথম কাজ আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা: ড. ইউনূস

দেশের চলমান পরিস্থিতি নিয়ে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করাই হবে আমার প্রথম কাজ।’ কারও ওপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখুন।’

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটের কিছু পরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান। এরপর তিনি বিমানবন্দরে অপেক্ষমাণ গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এ বলেন।

দেশে চলমান হামলা, সংঘর্ষ নিয়ে  তিনি বলেন, ‘আপনারা যদি আমার ওপর ভরসা রাখেন, তাহলে কারও ওপর হামলা হবে না।’ আগামীর সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘সরকারকে দেখে মানুষ ভয় পাবে না, তাদের বুক ফুলে উঠবে যে সরকার আমাদের সাহায্য করবে।’

তিনি বলেন, ‘বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। ড. ইউনূস বলেন, ‘তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ছাত্ররা আমার ওপর আস্থা রেখে আহ্বান করেছে, আমি তাদের ডাকে সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন-আপনারা যদি আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন দেশের কোনো জায়গায় কারো ওপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, আমার কথা যদি আপনারা না শোনেন তাহলে আমার প্রয়োজনীয়তা এখানে নাই। তাহলে আমাকে বিদায় দেন, আমার কাজে আমি ব্যস্ত থাকি।’

সহিংসতা থেকে দেশকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাকে প্রয়োজন মনে করলে আপনাদের দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার প্রথম কথা হলো-আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যেন আমাদের ছাত্ররা আমাদের পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি।

এই বিভাগের আরো খবর