আমাদের নবী (সা) একটি হাদিসে বলেছেন, যে ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
[মুসলিম ২/২০০]
এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে, যেখানে ছবি থাকে সেটা দোকান হোক, ঘর হোক, অফিস হোক কিংবা অন্য কোন জায়গা হোক সেখানে যারই ছবি থাক না কেন ফেরেশতা সেখানে প্রবেশ করবে না।
অনেক পরিবারে রোগ ব্যধি লেগেই থাকে এই রোগ ব্যধির পিছনে এটা একটা করণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই ধরণের গুনাহের কাজ থেকে বেচে থাকার তাওফিক দান করুন।