বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জান্নাত আপনার জন্য সুপারিশ করবে এই কাজটি করলে

আনাস (রাঃ) বর্নিত একটি হাদিসে তিনি বলেছেন, “আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি ৩ বার আল্লাহর নিকট জান্নাত চায়, জান্নাত তখন বলে :

“হে আল্লাহ্! ঐ ব্যাক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যাক্তি ৩ বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে,

জাহান্নাম বলে :

‘হে আল্লাহ্ ঐ ব্যাক্তিকে দোযখের আগুন থেকে মুক্তি দাও ।”

(তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ- হাদীস সহীহ)

জান্নাত চাওয়া ওঁ জাহান্নাম থেকে বাচার দোয়া (আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ‘উযু বিকা মিনান্নার)।

অর্থ:

“হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই”।(সহীহ-আবু দাউদ)।

এই বিভাগের আরো খবর