রাজশাহীতে জুয়ার আসর থেকে তিনজন গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে জুয়ার আসর থেকে তিনজন গ্রেপ্তার

রাজশাহীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরীর কাটাখালী থানার বেলঘরিয়া মধ্যপাড়া গ্রামের আজু হাজীর আমবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কাটাখালী থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামপুর গোয়ালপাড়া এলাকার বাবর আলীর ছেলে মো. জাকারিয়া, বেলঘরিয়া পূর্বপাড়া এলাকার আবেদ আলীর ছেলে রাব্বি মিয়া এবং শ্যামপুর নগরপাড়া এলাকার আয়নাল হকের ছেলে লিটন মিয়া।

অভিযানকালে তাদের হেফাজত থেকে নগদ ৫৬০ টাকা ও একটি তাসের সেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এই বিভাগের আরো খবর