বাসচাপায় তিন প্রাণহানি: বাসচালক ও পুলিশ হেনস্তাকারী যুবক গ্রেপ্তার

বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাসচাপায় তিন প্রাণহানি: বাসচালক ও পুলিশ হেনস্তাকারী যুবক গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের একটি বাস সজোরে পুঠিয়াগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগের শিক্ষার্থী শান্ত ইসলামসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালক দ্রুত বাসটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে গুজব ছড়ানো হয় যে পুলিশ বাসচালককে ছেড়ে দিয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। এই গুজবকে কেন্দ্র করে ছাত্র-জনতা উত্তেজিত হয়ে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতে বাধা দেয়। এ সময় বেলপুকুর থানার ওসি ও এক এসআইকে জিম্মি করে শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং এসআইকে কান ধরতে বাধ্য করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বেলপুকুর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা এবং সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।

 

এই বিভাগের আরো খবর