রাজশাহী নগরীতে বোয়ালিয়া পূর্ব যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪জানুয়ারি)বিকেল সাড়ে ৪টায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের হাদীর মোড়ে যুবদলের পার্টি অফিসের সামনে থেকে প্রচার মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি চলাকালে রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে লিফলেট বিতরণ ও ভোটারদের মাঝে প্রচারণা চালানো হয়।
প্রচার মিছিলে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। মিছিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.টফি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সুরাজ আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারিক আজিজ সিজার,মো: সাইদুল ইসলাম, মো. শিমুল, আনারুল, রাকিব এবং ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রবি বলেন, “এবারের নির্বাচন একটি চ্যালেঞ্জের নির্বাচন। এটি গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন। তাই গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে।