বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্তের সংখ্যায় ইতালিকে টপকে গেলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রতিদিনই ভাঙছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৮৭ জন। এ নিয়ে ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন। এদিকে গত একদিনে ভারতে করোনায় রেকর্ড ২৯৪ জন মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ৬৪২ জন। ভারতে অবশ্য ১ লাখ ১৪ হাজার ৭৩ জন রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৪২।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার বলা হয়, সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে ইতালিকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন এবং স্পেন। এছাড়া দৈনিক সংক্রমণের দিক থেকে বিশ্বে এখন তৃতীয় ভারত। দৈনিক সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই ভারতের অবস্থান। টাইমস অব ইন্ডিয়া।

এই বিভাগের আরো খবর