রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে “সড়ক পরিবহন আইন-২০১৮” কার্যকর করার লক্ষ্যে পুলিশ সুপার ও পরিবহন মালিক সমিতির মতবিনিময়

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ আজ রবিবার (২৮ জুন) পুলিশ সুপারের সম্মেলন কক্ষ, নরসিংদীতে “সড়ক পরিবহন আইন-২০১৮” আইনটি আগামী ১লা জুলাই হতে কার্যকরের লক্ষ্যে নরসিংদী জেলার বাস, ট্রাক, মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে । এ সময় ফিটনেস বিহীন কোন গাড়ী রাস্তায় বের না করা, রুট পারমিটের শর্ত লঙ্ঘন,  টেক্স টোকেন হালনাগাদ না করা পর্যন্ত রাস্তায় গাড়ী বের না করার জন্য বলা হয়। এছাড়া, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কন্ডাক্টর লাইসেন্স ব্যতীত কোন গাড়ীর চালক দ্বারা গাড়ী না চালানোর জন্য বলা হয়। সকলেই সরকারী আইন মেনে চলা এবং সরকারী আইন বাস্তবায়নে পুলিশকে সহযোগিতার আহবান জানোনো হয়। উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাস ও ট্রাক মালিক সমিতির, মালিক সমিতির সেক্রেটারি এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর