বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীর পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ “ভরা থাক স্মৃতি সুধায় হৃদয় পাত্রখানি”। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে প্রিয় মানুষকে বিদায় দিতে ফুলেল শ্রদ্ধা আর ভালোবসায় শিক্ত করেছেন নরসিংদীবাসী। এ বিদায় উপলক্ষে বুধবার (২৭ জানুয়ারি) নরসিংদী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

নরসিংদীর সাহেপ্রতাবস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী বিপ্লবী রাণী নরসিংদীসহ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান,ইনামুল হক সাগর, বেলাল হোসাইন, শাহেদ আহমেদ,মেসবাহউদ্দিন,সত্যজিৎ কুমার ঘোষ, জেলা পুলিশের কর্মকর্তা ও পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ।

এই বিভাগের আরো খবর