শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নারীসহ একই গ্রামে ৩ জনের করোনা শনাক্ত

দূর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দূর্গাপুর উপজেলা ২ং কিসমতগনকৈড় ইউনিয়ন এর আনুলিয়া গ্রামের মোঃ ইমরান (৩০), একই গ্রামের মতিন (৩২) ও মোছাঃ ঝর্ণা আক্রান্ত (২৭) করোনা আক্রান্ত হন। করোনা ভাইরাসে আক্রান্তরা গত ২৩ জুন

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তারা নমূনা দেন। পরে সেই সংগ্রহকৃত নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে তাদের করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এনিয়ে দুর্গাপুর উপজেলা মোট আক্রান্ত ১০, সুস্থ ৬। এই পর্যন্ত কিসমতগনকৈড় ইউনিয়ন ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে তাদের বাড়ি সহ আসেপাশের কয়েকটি ঘরবাড়ি লক ডাউনের ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন।

এই বিভাগের আরো খবর