বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রামমন্দির নির্মাণ শুরু ৫ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হচ্ছে রামমন্দির নির্মাণ। তিথি দেখে ঠিক হয়েছে ৫ আগস্ট হবে ভূমিপুজো।

ভিত্তিপ্রস্তরের দিন হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে খুব বড় কোনো অনুষ্ঠান হবে না। করোনার কারণে বিধিনিষেধ মেনে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন হাতে গোনা কয়েকজন।

জানা গেছে, কয়েকজন সাধুসন্ত, ট্রাস্টের সদস্যদের উপস্থিতিতে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমিপুজো করবেন প্রধানমন্ত্রী। সুপ্রিমকোর্টের নির্দেশের পরে গত ৫ ফেব্রুয়ারি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করেন প্রধানমন্ত্রী।

সেই ট্রাস্টের সদস্যরা শনিবার বৈঠকের পর আগস্টের শুরুতেই ভূমিপুজোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিনই রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৩ অথবা ৫ আগস্ট শুভদিন রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীকে হাজির থাকার আমন্ত্রণ জানায়।

সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অযোধ্যায় ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত।

২০১৯ সালের নভেম্বরে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, বিতর্কিত জমির ওপর মন্দির নির্মাণ হবে।

এই বিভাগের আরো খবর