শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ার সাগরে ঝাঁপ দিয়ে ২৪ রোহিঙ্গা নিখোঁজ, উদ্ধার ১

আন্তর্জাতিক ডেস্ক :  মালয়েশিয়ার ল্যাংকাউই দ্বীপের পশ্চিমের সমুদ্রে ২৪ জন রোহিঙ্গা ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টায় নৌকা থেকে ২৫ জন রোহিঙ্গা সাগরে ঝাঁপ দিলে একজনকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। বাকি ২৪ জন ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ সময় বেঁচে যাওয়া ব্যক্তিকে আরও তদন্তের জন্য আটক করেছে পুলিশ।

কেদা ও পেরিলিসের স্টেট মেরিটাইম ডিরেক্টর অ্যাডমিরাল মোহাম্মদ জাওয়াওয়ী আবদুল্লাহ বলেন, বেঁচে যাওয়া ওই যুবকের নাম নূর হোসেন (২৭)।

মেরিটাইম রেসকিউ সাব-সেন্টার (এমআরএসসি) জানিয়েছে, পুলিশের কাছ থেকে ওই ঘটনার খবর পেয়ে নৌকাটি রাত ১০টার দিকে লোকালয়ে নিয়ে আসা হয়।

রোববার এক বিবৃতিতে মোহাম্মদ জাওয়াওয়ী আবদুল্লাহ বলেন, মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এপিএমএম) দুটি সামুদ্রিক জাহাজ ও প্রতিরক্ষামূলক হেলিকপ্টার নিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, ল্যাংকাউই দ্বীপের পশ্চিমে ১০৯ নটিক্যাল বর্গ মাইল ধরে তল্লাশি চালানো হচ্ছে।

এই বিভাগের আরো খবর