আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলের একদল অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে আগুন দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের কয়েকটি সূত্র জানিয়েছে, চরমপন্থি ইহুদিরা গতকাল সোমবার আল-বিরেহ শহরের একটি মসজিদে আগুন দেয়। খবর নিউইয়র্ক টাইমস এর।
শহরটি জেরুজালেম আল-কুদস শহর থেকে ১৫ কিলোমিটার উত্তরে। মসজিদে আগুন লাগানোর আগে ইহুদিবাদী সন্ত্রাসীরা আরব ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী শ্লোগান দেয়। মসজিদে আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। লোকজন ছুটে না গেলে পুরো মসজিদে আগুন ছড়িয়ে পড়তো।
ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা ও সমালোচনা করেছে। মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে তেল আবিবের বর্ণবাদী চরিত্র আবারো প্রকাশ হয়েছে।