আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন এ বছর নভেম্বরের ৩ তারিখ। এর আগেই ট্রাম্প প্রশাসন চাইছে করোনার টিকা আসুক। তবে নির্বাচন সামনে রেখে দ্রুত ভ্যাকসিন আনতে গবেষকদের ওপর রাজনৈতিক চাপ নেই বলে দাবি করেছেন মার্কিন শীর্ষ সংক্রামকবিষয়ক বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি। তিনি বলেছেন, ভ্যাকসিন নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না।
সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাউচি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের তৈরি ভ্যাকসিন ‘নিরাপদ ও কার্যকর’ হবে। চলতি বছরের শেষ নাগাদ এই ভ্যাকসিন পাওয়া যাবে।
তিনি বলেন, ‘আমি এটি বিশ্বাস করি না যে ভ্যাকসিন তৈরির দিক থেকে কোনো দেশ আমাদের চেয়ে এগিয়ে আছে। কিংবা এই ভ্যাকসিনের জন্য অন্য কোনো দেশের ওপর আমাদের নির্ভর করতে হবে।’
নির্বাচনকে সামনে রেখে ভ্যাকসিন দ্রুত আনার তোড়জোড় চলছে কিনা, এমন প্রশ্নের জবাবে ফাউচি বলেন, ‘ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছেন, তারা রাজনৈতিক বিষয়াদিকে হস্তক্ষেপ করতে দেবেন না।’
এদিকে, করোনার টিকা কখন পাওয়া যেতে পারে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘বছর শেষ হওয়ার আগেই, অনেক আগেই হতে পারে।’
এসময় তার কাছে জানতে চাওয়া হয়, ‘৩ নভেম্বরের আগেই?’
জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি কিছু ক্ষেত্রে তার আগেই সম্ভব, তবে সময়টা এর ঠিক কাছাকাছি।’