আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলের ইন্নার মঙ্গোলিয়া এলাকার একটি গ্রাম লকডাউন করে দিয়েছে স্থানীয় সরকার প্রশাসন। জানা গেছে, বিউবোনিক প্লেগ রোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার সুজি জিনকান গ্রামে গত বৃহস্পতিবার এক ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি বিউবোনিক প্লেগ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
বাউতো পৌরসভা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গ্রামটি লকডাউন করে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি ও তার পাশের জায়গা জীবাণুমুক্ত করার কথা বলেছে চীন সরকার। লোকটির পরিবারের ৯ জন সদস্য এবং তাদের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
তবে এখন পর্যন্ত ওই গ্রামের আর কেউ বিউবোনিক প্লেগ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়নি। এর আগে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে প্রথম রোগী শনাক্ত হয়। তারপর ভাইরাসটি সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।
সূত্র : সিএনএন, নিউজ ম্যাক্স ওয়ার্ল্ড