আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভারতীয়দের প্রবেশে কড়াকড়ি আরোপ করলো নেপাল সরকার। এতদিন পর্যন্ত নেপালে প্রবেশ করতে ভারতীয়দের কোন প্রকার বাধা ছিল না। তবে এখন থেকে নেপালে প্রবেশ করতে হলে বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র দেখাতে হবে ভারতীয়দের।
এ ব্যাপারে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসন এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। তাই ভারত থেকে কারা নেপালে আসছেন তার রেকর্ড রাখা জরুরি। তবে এখনো ভারতীয়দের নেপাল ভ্রমণে বিধিনিষেধ থাকছে না। তবে নেপালে প্রবেশ করার আগে ভারতীয়দের বাধ্যতামূলকভাবে আইডি কার্ড দেখাতে হবে।
এর আগে নেপালী প্রধানমন্ত্রী নেপালে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার জন্য ভারতকে দায়ী করেছিলেন।
সূত্র: জি নিউজ