বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর গাংনীর মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে তামিম হোসেন (৯) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। কিশোর তামিম একই এলাকার কাজীপুর গ্রামের তাবের আলীর ছেলে।

আজ রোববার দুপুর ২টার দিকে পীরতলা গ্রামের পার্শ্ববর্তি মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান তামিম তার নানা পীরতলা গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে বেড়াতে যায়। সেখানে বেড়াতে গিয়ে ৩জন খেলার সাথী নিয়ে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে তামিম। কয় বন্ধু মিলে নদীতে সাঁতার কাটতে গিয়ে অন্য বন্ধুরা উঠে আসলেও তামিম নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাবলু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে উদ্ধারের চেষ্টা করে। এছাড়াও স্থানীয় বামন্দী ফায়ার স্টেশনের কয়েকটিদল নিখোঁজ তামিকে খুঁজতে মাথাভাঙ্গা নদীতে তল্লাশি চালাচ্ছে।

পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাবলু মিয়া জানান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তামিমকে খুঁজতে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে।

এদিকে তামিমকে নদীতে খুঁজতে খুলনা ডুবুরীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছনোর জন্য রওনা দিয়েছে।

এই বিভাগের আরো খবর