মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুর উপজেলায় এমপি দবিরুলের বরাদ্দে ধর্মীয় প্রতিষ্টানে দেড় লক্ষ টাকা অনুদান প্রদান করেন-সুজন

আল-ফেরদৌস (রানা) ঠাকুরগাঁও প্রতিনিধি:”হাজার হাজার কর্মীর আস্থা” বিশ্বাস ও ভালোবাসার” শেষ আশ্রয়স্থল” লাখো জনতার হৃদয়ের স্পন্দন” মা-মাটি ও মানুষের নেতা”ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি” যা একটি অনুভূতির নাম”।

“জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে” সময়ের সাহসী নেতা” করোনা ভাইরাস এর সংকটে পরে থাকা”ঠাকুরগাঁও ২ আসনের মানুষের জন্য প্রতি শ্রুতি মোতাবেক দায়িত্ব পালন করেছেন” অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন” জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মো: মাজহারুল ইসলাম সুজন।

উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ঠাকুরগাঁও -২ আসনে তারই ধারাবাহিকতায় আজ সোমবার বিকাল ৪টায় হরিপুর উপজেলায় আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর নিমাই সন্ন্যাসীর মন্দির ও মালিপাড়া দুর্গা মন্দিরের উন্নয়নের জন্য ৪৩৫০০টাকা,কান্দাল হাজীপাড়া জামে মসজিদ ও ডাঙ্গীপাড়া ফকিরতলা জামে মসজিদ উন্নয়নের জন্য নগদ ৪৩৫০০ টাকা, বীরগড় আনেসুর পাড়া জামে মসজিদ ওর ডাঙ্গীপাড়া দক্ষিণপাড় জামে মসজিদ উন্নয়নের জন্য ৪৩৫০০টাকা, লোহুচাদ বিদ্যালয়ের উন্নয়নের জন্য ২০,০০০টাকা, সর্বমোট নগদ ১ লক্ষ ৫০,০০০হাজার ৫০০টাকা সরজমিনে গিয়ে প্রদান করা হয়।।

এই সময় আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি সাহেবের প্রতিনিধি হয়ে অনুদান প্রদান করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মো: মাজহারুল ইসলাম সুজন আরো উপস্থিত ছিলেন হরিপুর উলজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কায়ুম পুস্প সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।

এই বিভাগের আরো খবর