শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে বিয়ার ও ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও বিয়ারসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মঙ্গলবার (১৮ আগষ্ট ) জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর এসআই মোস্তাক আহম্মেদ,এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় হতে একটি Premio প্রাইভেটকার (সামনে Press লেখা) সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী (১)ইলিয়াস হোসেন(৩৮),পিতা-আঃ কাইয়ূম ভূইয়া, গ্রাম -চিনিশপুর,থানা ও জেলা-নরসিংদী,(২) ইসমাইল হোসেন (৩৮),পিতা-ছোবহান সরকার, গ্রাম -চর ঠেঙ্গামারা,থানা-কালকিনি,জেলা- মাদারীপুরদের ২৪ (চব্বিশ) ক্যান বিয়ারসহ আটক করেন এবং একই দিনে নরসিংদী মডেল থানাধীন সংগীতা এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১)নাদিম(১৯),পিতা- জাহের মিয়া, গ্রাম -সংগীতা,থানা ও জেলা-নরসিংদীকে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ সংক্রান্তে পৃথক পৃথকভাবে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরো খবর