রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও বড় উত্থান পুঁজিবাজারে

ডেস্ক নিউজ : টানা উত্থান হওয়ার পর সংশোধন হয়ে আবারও বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে। শেয়ার কেনার চাপে সূচকের উত্থানের সঙ্গে লেনদেনেও বড় উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বৃদ্ধির সঙ্গে লেনদেনেও উত্থান হয়েছে।

গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৪৯ কোটি তিন লাখ টাকা আর সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকা আর সূচক কমেছিল ৬৪ পয়েন্ট। বাজার মূলধন বেড়েছে তিন হাজার ৪৬৩ কোটি টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সূচক দাঁড়িয়েছে ৪৭৮৯ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৬৪৩ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১০৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কম্পানির শেয়ারের দাম।

বুধবার সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৮ লাখ টাকা আর সূচক বেড়েছে ১৪৩ পয়েন্ট। লেনদেন হওয়া ২৮২টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কম্পানির শেয়ারের দাম। আগের দিন লেনদেন হয়েছিল ২৮ কোটি ৫৬ লাখ টাকা আর সূচক কমেছিল ৯৮ পয়েন্ট।

এই বিভাগের আরো খবর