মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গত ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৮৬৮ জন

ডেস্ক নিউজঃ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৮২২ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৬৮। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন।

বৃস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৯ টি। একদিনে সুস্থ হয়েছেন তিন হাজার ২৫৩ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর