নাজনীন সুলতানা বন্নি, (গংগাচড়া) রংপুর প্রতিনিধিঃ গত ইরি- বোর মৌসুমে কৃষক ধানের সন্তোষজনক ফলন ও ন্যায্য দাম পেয়েছে। তাই তারা নতুন স্বপ্ন নিয়ে আমন ধান রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কৃষকেরা বলেন,বন্যার কারনে নিচু এলাকার কিছু আবাদি জমি পানিতে তলিয়ে গিয়েছিল কিন্ত বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথেই তারা আমনের বীজতলা থেকে চারা উত্তোলন করে জমিতে রোপনের কাজ শেষ করে এখন পরিচর্যা করছেন। গংগাচড়ার কোলকোন্দ ইউনিয়ানের কৃষক আব্দুল জব্বার জানান,গত বছরের মত এই বছরেও তারা ভালো ফলন ও ন্যায্য মূল্যের আাশায় নতুন করে আমন ধান চাষ ও পরিচর্যা করছেন। তবে এখনো বন্যার পানিতে অনেক নিচু জায়গা তলিয়ে আছে তাই সেসব জায়গায় ধানের বীজ রোপণের সম্ভব হয়নি।