শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার কারনে শিক্ষার্থীদের ৬ মাসের ভাড়া মওকুফ করলেন মেছ মালিক মামুন

আল- ফেরদৌস (রানা),বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও : করোনার কারণে চরম বিপাকে পড়ে থাকা শিক্ষার্থী‌দের ঈদের উপহার হিসেবে দুই‌টি মে‌সের ৬মা‌সের ভাড়া মওকুফ ক‌রে দি‌য়ে‌ছেন মেস মা‌লিক ঠাকুরগাঁও‌য়ের জেলা ও দায়রা জজ আদাল‌তের আ‌পিল সহকা‌রী আব্দুল্লাহ আল মামুন।

রোববার সন্ধ‌্যায় তি‌নি তার ব‌্যক্তিগত ফেসবুক একাউ‌ন্টে এক‌টি স্ট‌্যাটা‌সের মাধ‌্যমে এ ঘোষণা দেন।
এ বিষ‌য়ে আব্দুল্লাহ আল মামুন ব‌লেন,সরকার ঘো‌ষিত চলমান শিক্ষা প্রতিষ্ঠা‌ন গু‌লো সে‌প্টেম্বর মাস পর্যন্ত বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে। এ বন্ধ সময় গু‌লো‌তে আমার এক‌টি ছাত্রবাস ও অপরটি ছাত্রী বা‌সে থাকা ৩৮ জন শিক্ষার্থী‌দের ৬মা‌সের ভাড়া মওকুফ ক‌রে দি‌য়ে‌ছি।

এই বিভাগের আরো খবর