মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাধবদীতে ৭ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

মাধবদী প্রতিনিধি : নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের তত্বাবধানে সহকারী কমিশনার (ভুমি) শাহ আলম মিয়ার নেতৃত্বে শনিবার( ২২ আগস্ট)নরসিংদী সদর উপজেলাধীণ মাধবদী থানার পাইকারচর ইউনিয়ন ও মহিষাশুরা ইউনিয়নে সরকারি সম্পত্তি উদ্ধার ও বেদখলমুক্তকরণ অভিযান পরিচালিত হয়।উদ্ধার অভিযানে বেদখলমুক্তকৃত জায়গাগুলো হল, পাইকারচর ইউনিয়নের পুরানচর মৌজায় ৯২ নং দাগে ২৫ শতাংশ সরকারি খাস জমি যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭৫ লক্ষ ১০ হাজার টাকা এবং মহিষাশুরা ইউনিয়নের বালুরসাইল মৌজায় ১২৯৯ দাগে ১০ শতাংশ সরকারি খাস জমি যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা ও আটপাইকা মৌজায় ৩৬১ দাগে ১৩৩ শতাংশ ‘ক’ তফসিল ভূক্ত জমি যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৩২ লক্ষ টাকা এবং আটপাইকা মৌজায় ৩৪১ নং দাগে ১৫ শতাংশ ‘খ’ তফসিল ভূক্ত জমি যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা।উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার( ভুমি) শাহ আলম মিয়া সাংবাদিকদের জানান, সর্বমোট উদ্ধার ও বেদখলমুক্তকৃত জমির পরিমাণ ১৮৩ শতাংশ যার বর্তমান বাজার মূল্য আনুমানিক সর্বমোট ৭ কোটি ২ লক্ষ টাকা। তিনি আরও জানান সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণের এ অভিযান অব্যাহত আছে ও থাকবে।

এই বিভাগের আরো খবর