মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে স্থানীয় দুর্বৃত্তচক্রের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া তালুকপাড়া গ্রামের আইনজীবী এডভোকেট এরশাদ আলী লিটন ও বড় ভাই এডভোকেট মঞ্জুরুল হাসান শাহীন পরিবার ও গ্রামের নিরীহ মানুষকে বিভিন্ন সময়ে একই গ্রামের খাঁ গোষ্ঠী কর্তৃক মারপিট, জখম এবং অত্যাচারের বিরুদ্ধে ২৩ আগস্ট রোববার দুপুর ২টায় শেরপুর প্রেসক্লাবে দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এডভোকেট এরশাদ আলী লিটন পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এডভোকেট এরশাদ আলী লিটন বলেন, সদর উপজেলার চরশেরপুর হেরুয়া তালুকপাড়া গ্রামের খাঁ গোষ্ঠীর সদস্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান খাঁন এর ইশারায় এবং প্রভাব বিস্তার করে তার পরিবারের লোকজন হেরুয়া তালুকপাড়া গ্রামে আইনজীবী, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষকে মারপিট করে জখম করার অভিযোগ উঠেছে। এছাড়াও নাহিদ হাসান খাঁন এর বিরুদ্ধে শেরপুরে প্রশাসনে প্রভাব খাটানোসহ বিভিন্ন অভিযোগ করেন এডভোকেট এরশাদ আলী লিটন। তার এসব ইশারায় প্রকাশ্যে এডভোকেট এরশাদ আলী লিটনকে হত্যা পরিকল্পনা, তার স্ত্রী ইসমত জাহান সাবিহাকে লাঞ্ছিত এবং তার বাড়ী ঘরে হামলা ভাংচুর করা হয় বলে অভিযোগ করে এমনটাই বক্তব্য রাখেন সংবাদ সম্মেলনে তিনি। এমন অভিযোগের বিষয়ে উল্লাপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান খাঁনের সাথে তার মুঠোফোনে জানতে চাইলে তিনি সংবাদ সম্মেলনে উঠে আসা অভিযোগ গুলো অস্বীকার করেন। এছাড়াও তিনি জানিয়েছেন, সম্প্রতি গ্রামে ঘটে যাওয়া এসব ঘটনার বিষয় গুলো তিনি জানেন না এবং এর সাথে তার কোন সম্পৃক্তা নেই। সংবাদ সম্মেলনে এডভোকেট এরশাদ আলী লিটনের স্ত্রী ইসমত জাহান সাবিহা, বাবা শিক্ষক আমজাদ হোসেন, বড় ভাই এডভোকেট মঞ্জুরুল হাসান শাহীন, চরশেরপুর তালুক পাড়া গ্রামের নির্যাতিত এলাকাবাসীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর