মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় এখনও হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

ডেস্ক নিউজ :  মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, করোনাভাইরাসের প্রকোপ না কমায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় এখনও হয়নি।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

এইচএসসি ও জেএসসি-জেডিসি পরীক্ষা বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘এইচএসসি ও অন্যান্য পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করেছে; তারা দেখবে, দেখে কুইকলি একটা সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, ‘স্কুল, কলেজ এখনও খোলার মতো সময় এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তবে পরীক্ষার বিষয়ে উনারা (মন্ত্রণালয়) খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন, কীভাবে কী করা যায়।’

সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনিও বলেছেন, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি।

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ রয়েছে। দফায় দফায় বাড়িয়ে এই ছুটির মেয়াদ আপাতত রাখা হয়েছে ৩১ অগাস্ট পর্যন্ত। তবে এরপরও স্বাভাবিক ক্লাসে ফেরার পরিবেশ হবে কি না, সে নিশ্চয়তা নেই। কারণ এখনও আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ৩ হাজার ৯৮৩ জন প্রাণ হারালেন এবং মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন।

এই বিভাগের আরো খবর